Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
মসজিদ
বিস্তারিত

বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র । এই দেশের বেশীর ভাগ মানুষ ইসলাম ধর্মাবলম্বী । আমরা যে ধর্মপ্রাণ তা খুব সহজেই অনুমান করা যায় ছবির মসজিদ দেখলে ।

১। প্রথম মসজিদটি ফতেপুর গ্রামে অবস্থিত। এলাকার ধর্মপ্রান মানুষ নামাজ আদায়ের জন্য আনুমানিক ১৯৪৫ সালে খড়ের বেড়া ও ছাউনি দিয়ে মসজিদটির স্থাপন করা হয়। কালক্রমে মানুষ যখন আধুনিকতার ছোঁয়া লাগার ফলে বর্তমানের মসজিদের এই রুপ নেয়। বহু দুর থেকে মানুষ নামাজ আদায় করতে আসে এই মসজিদে।

২। দ্বিতীয় মসজিদটি খিদিরপুর গ্রামে অবস্থিত। এলাকার মানুষ আনুমানিক ১৯৩৫ সালে মাটি দিয়ে মসজিদটি স্থাপিত হয়। ধীরে ধীরে মানুষ যখন আধুনিকতার ছোঁয়া লাগতে শুরু করল তখন মসজিদটির সংস্কার করে বর্তমান রুপ নেয়।

৩। তৃতীয় মসজিদটি ঝাঞ্জইর নামক গ্রামে অবস্থিত। ১৮৬৮ সালে সর্বপ্রথম মসজিদটি স্থাপিত হয়। অত্র এলাকায় মসজিদ প্রায় ছিলনা বল্লেই চলে তাই এলাকার লোকজন এই মসজিদে আসত নামাজ আদায়ের জন্য। এরপর মসজিদটির পুন:নির্মান হয় ২০১১ সালে। এখন বর্ষা মৌসুমে অনেক সময় ঈদ এর নামাজ ও আদায় করা হয়।