৮নং আওলাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছাতিনালী বড়পুকুরিয়া নামক স্থানে এর অবস্থান।
Transportation
পাঁচবিবি উপজেলা থেকে কামদিয়া রোড়ে বাস, টেম্পু, সিএনজি যোগে পানিয়ালের মোড় হয়ে উত্তরে ২কি:মি সামনে আসলেই রাস্তা সংলগ্ন পুকুরটির অবস্থান।
Details
ইউনিয়নের মধ্যে এই পুকুরটি বেশ বড় এবং প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত। এখানে অনেক লোক এর অপরুপ সোভা দেখতে আসেন। অনেকে আবার প্রকৃতির সৌন্দর্যে গা ভাসাতে আসেন আবার কেউ বা আসেন বনভোজনে।