শিক্ষাপ্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিকথা
শিক্ষাই জাতির মেরুদন্ড আর এই শিক্ষার প্রসারতার জন্য এলাকার লোকজনকে সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষে ১৯১৫ সালে বর্তমান আওলাই ইউনিয়নের পিয়ারা গ্রামের প্রাণ কেন্দ্রে পিয়ারা প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয় । এলাকাবাসীর সন্তানেরা প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে মাধ্যমিক শিক্ষা গ্রহণের জন্য নিকটবর্তী কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় অধিকাংশ ছাত্র-ছাত্রী সেই শিক্ষা থেকে বঞ্চিত হত । এই ধারাবাহিকতা চলতে থাকলে এলাকার শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে সেই সব ঝড়ে পড়া প্রাথমিক শিক্ষা শেষ করা ছাত্র-ছাত্রী তাদের মাধ্যমিক শিক্ষা গ্রহণের নিমিত্তে একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মহৎ উদ্যোগ গ্রহণ করেন। তৎকালীন সময়ের অথাৎ ১৯৬২ সালে ৮নং আওলাই ইউ.পি চেয়ারম্যান জনাব মো: আ: রহমান আকন্দ সাহেবের প্রস্তাবে মরহুম আহম্মদ আলী (প্রাক্তন প্রেসিডেন্ট) সাহেবের সমর্থনে এবং সর্ব সম্মতিক্রমে আওলাই গ্রামের মরহুম মজিবর রহমান মাষ্টার সাহেবের সভাপতিত্বে পিয়ারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি পিয়ারা গ্রামে স্থাপিত হয়েছিল ।পরবর্তীতে এলাকার জনগণের স্বার্থে ১৯৬৭ সালে মরহুম অফির উদ্দিন ও ফরহাদ দেওযান সাহেবের উদ্যোগে উক্ত বিদ্যালটি অত্র আওলাই ইউনিয়নের প্রাণকেন্দ্র ছাতিনালীর নাম সংযুক্ত করে পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয় নামে নাম করণ করা হয় । এলাকার অনেক বিত্তবান ব্যক্তিগণের সহায়তা ও জমি দানের মাধ্যমে এবং জনগণের স্বার্থে ১৯৬৮ সালে পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়টি ছাতিনালীতে পুন: স্থাপিত হয় । দক্ষ শিক্ষক মন্ডলী আর শিক্ষানুরাগী সচেতন বিদ্যালয় পরিচালনা পরিষদের জন্য আজ এই শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থী সংখ্যা ৪০০ জন । গত ২০১০ সালের এস এস সি পরীক্ষার ফলাফল জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ ১০টি বিদ্যালয়ের মধ্যে অত্র বিদ্যালয়টি ৮ম স্থানে ছিল । বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলাফল জয়পুরহাট জেলার মধ্যে অতীব সন্তোষজনক । এই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, মান উত্তোর উত্তোর উন্নতি হচ্ছে কেবল মাত্র দক্ষ শিক্ষক মন্ডলী ও অভিজ্ঞ পরিচালনা পরিষদের কারনে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস